ছাত্র বয়সে স্কুলের প্রধান শিক্ষক৷ গোটা বাংলাকে চমকে দিয়েছিলেন মুর্শিদাবাদের গাঙপুরের শিক্ষক বাবর আলী৷ এবার, দেশের সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বাংলার শিক্ষক বাবর আলীর লড়াইকে তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ 

সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সংক্ষিপ্ত ভাষণে রাষ্ট্রপতি বাবর আলীর নাম তুলে ধরে জানান, বাবরের মতো শিক্ষকরা আজ দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ এঁদের হাত ধরে নতুন প্রজন্ম স্বপ্ন দেখবে৷

তিনি জানান- "পশ্চিমবঙ্গে শ্রী বাবর আলি ছেলেবেলা থেকেই দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা দানের কাজ করে আসছেন। এমন উদাহরণ অনেক, আমি মাত্র কয়েক জনের কথা উল্লেখ করেছি। এঁরা প্রমাণ করেছেন যে সাধারণ মানুষও তাঁদের আদর্শ ও কর্মকুশলতা দিয়ে সমাজে অসাধারণ কাজ করতে পারেন এবং সামাজিক পরিবর্তন ঘটাতে সক্ষম হন।"