Latest News

6/recent/ticker-posts

Ad Code

" আপনারা আসবেন আর আমার কান মুলে দিয়ে যাবেন।"- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

pic source:livement


বিধানসভা নির্বাচনের  আর হাতে গোনা কয়েক দিন। জোরকদমে চলছে প্রচার। আজ একটি সভায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  জানান বিজেপি  ক্ষমতায় আসলে দিল্লিকে "বিশ্বের সেরা শহর"-এ পরিণত করবেন। "তা না হলে কান মুলে দেবেন আমার" বলেও জানান তিনি। নর্থইস্ট দিল্লিতে  সভায় গিয়ে তিনি জানান,"আপনারা ১৫ বছর দিয়েছেন কংগ্রেসকে আর ৫ বছর আপকে। এবার সময় বিজেপিকে দিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি দিল্লিকে বিশ্বের সেরা শহর না বানালে আপনারা আসবেন আর আমার কান মুলে দিয়ে যাবেন।"


বিজেপি গত দু'দশক ধরে দিল্লিতে মাটি শক্ত করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু তা হয়ে ওঠেনি। কেজরিওয়াল বলেছেন, বিজেপি পাকিস্তানিদের নাগরিকত্ব দিতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, তিনি জনগণকে জিজ্ঞাসা করেছিলেন, "হিন্দু, শিখ, বৌদ্ধ যারা তাদের নারীদের ধর্ষণ করার সাক্ষী ছিল, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে তাদের সম্পত্তি হারিয়েছে এবং যারা ভারতে এসেছিল তাদের নাগরিকত্ব দেওয়া উচিত নয় কী?" বিজেপি এর আগে জানিয়েছিল তারা যদি ক্ষমতায় আসে তবে পাঁচ বছরের মধ্যে বস্তিবাসীদের জন্য ঘর বানিয়ে দেবে।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code