ফের ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মচারী ইউনিয়ন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন l 

আগামী 31 শে জানুয়ারি ও 1লা ফেব্রুয়ারী দুই দিন টানা ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী সংগঠন গুলি l মাস পয়লায় এরকম ধর্মঘটের প্রভাব পড়বে সরকারি চাকুরীজীবি ও পেনশনভোগী দের, তাই তারা বেতন সোমবার 3 ই ফেব্রুয়ারী নাগাদ হাতে পাবেন l 

ব্যাংক কর্মী সংগঠন থেকে আরও জানানো হয়েছে গত কয়েক দফায় আন্দোলনে কোনো সাড়া না মেলায় তারা আগামী মার্চ ও এপ্রিল মাসে লাগাতার আন্দোলনে নামছেন, এতে আগামী মাস গুলিতেও ধর্মঘটের আঁচ পাওয়া যাচ্ছে l ব্যাংক কর্মী সংগঠন তাঁদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবী নিয়ে এই ধর্মঘটের ফলে সাধারণ জনজীবনে প্রভাব পড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা l