Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন বছরের শুরুতেই ব্যাঙ্কিং পরিষেবায় মহা বিপদ! বন্ধ থাকতে পারে ATM পরিষেবাও



আগামী সপ্তাহে সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট, বন্ধ থাকতে পারে এটিএম পরিষেবাও


সংবাদ একলব্যঃ আগামী সপ্তাহে সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট, ধর্মঘটের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই মূলত এই ধর্মঘট। সর্বভারতীয় সাধারণ ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটকে সমর্থন করেছে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজস অ্যাসোসিয়েশন (AIBEA) এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI) ব্যাংক ইউনিয়ন সদস্যদের ৮ জানুয়ারি বুধবার কাজে যোগদান না করার আবেদন জানিয়েছে। এই ব্যাংক ধর্মঘটের ফলে ব্যাংকের বিভিন্ন শাখায় এবং এটিএমগুলিতে সাধারণ পরিষেবাগুলি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।



NEFT, IMPS এবং RTGS এর মত নেটব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে। অনলাইন NEFT চার্জ RBI এর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে এবং এর পরিষেবা ২৪ ঘন্টার জন্য করা হয়েছে। অল ইন্ডিয়া ব্যাংকের অফিসার্স কনফেডারেশন (AIBOC) সাধারণ সম্পাদক সৌম্য দত্ত ধর্মঘটের দিন সদস্যদের কোনও ধরনের অফিশিয়াল দায়িত্ব পালন না করার আবেদন জানিয়েছেন। বেতন বৃদ্ধির দাবি জানানোর পাশাপাশি ব্যাংক কর্মচারী ইউনিয়নও ব্যাঙ্কিং রিফর্মস এবং ব্যাংক মার্জেস এর বিষয়েও প্রতিবাদ জানিয়েছে।


BEFI-এর মতে, ওয়েজেস রিভিসন ব্যাংক কর্মচারী ও অফিসারদের জন্য তাদের দাবি অকারণে বিলম্বিত হচ্ছে। এই কারণে ২০১০ সালের এপ্রিল মাসের পর থেকে নিয়োগ কর্মচারীরা প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA), ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন (INBEF) এবং ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস (INBOC)-ও এই ব্যাংক ধর্মঘট সমর্থন করেছেন। ফলে ৮ জানুয়ারি বুধবার সারা দেশ জুড়ে ব্যাংক ও ATM পরিষেবা বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে।

বিঃ দ্রঃ সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, নিউজ ডেস্ক থেকে সরাসরি সংগৃহীত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code