কনকনে ঠান্ডায় জবুথবু পশ্চিমবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও অবিরাম বর্ষণের হাত থেকে নিস্তার নেই উত্তরবঙ্গবাসীর। টানা বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দার্জিলিংয়ে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের ফলেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের জন্যই উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা সৃষ্টি হচ্ছে। যার ফলে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল থেকে কনকনে শীতল হাওয়া ভূ-খণ্ডে প্রবেশ করতে পারছে না। ফলে গত সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়লেও গত কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।