গতকাল রাতে জে এন ইউ একদল দুষ্কৃতি ক্যাম্পাসে  যে নৃশংস আক্রমণ চালিয়েছে তার প্রতিবাদে আজকে হলদিবাড়ি কলেজে ও হলদিবাড়ি বাজারে এআইডিএস ওর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কলেজ কমিটির সম্পাদক শক্তি বর্মন ও বুলবুল সরকার। 

মিছিল শেষে বাজারে একটি সংক্ষিপ্ত সভা হয়। বক্তব্য রাখেন এ আই ডি এস ও জেলা কমিটির সম্পাদক জহিদুল হক। 

কলেজ কমিটির সম্পাদক শক্তি বর্মন বলেন, এ আক্রমণ যুক্তির ওপর আক্রমণ। এবিভিপি- আরএসএস ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। মানুষের যুক্তিকে মেরে দিয়ে অযৌক্তিক যে সমাজ প্রতিষ্ঠা করতে চায় এই আক্রমণ তারই নামান্তর। আজকে দেশজুড়ে বিজেপি সরকার যে তাণ্ডব চালাচ্ছে তার পক্ষে তাদের কোনো যুক্তি নেই, তাই লাঠি এবং লোহার রডকেই তারা যুক্তি হিসেবে বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সমস্ত ছাত্র সমাজকে এক হওয়ার আহ্বান রাখছি।

জেলা সম্পাদক জে এন ইউ এর ঘটনার তীব্র নিন্দা জানান এবং শিক্ষার বেসরকারিকরণ-গৈরিকিকরন ও কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর আক্রমনের প্রতিবাদে ৮ই জানুয়ারী সারাভারত ছাত্র ধর্মঘট সফল করার আহ্বান রাখেন।