এ কেমন ভারতভক্তি
ভগবতী দাস

দেশ জুড়ে আজ কেবল
রক্ত বন‍্যা বয়।
এরা নাকি ভারতভক্ত,
এরা নাকি ভারত মায়ের সন্তান!
আচ্ছা,
সত্যি কি এরা দেশরে ভালোবাসে ?
চারিদিকে কেবল
ডাঙ্গা,মারমারি আর রক্তস্রোত।
শুনেছি ভারত নাকি
ধর্মনিরপেক্ষ দেশ।
কিন্তু আজ এ কি দেখি ?
ধর্মের জন্য আজ নাকি
ডাঙ্গা মারমারি।
বাসে ট্রামে আগুন জ্বলে
রক্ত ঝরে মাতৃসন্তানের!
রেল লাইনের পাতে নাকি
 আজ আন্দোলন চলে।
এ কেমন ?
ভারতভক্তি !