অন্বেষিকা দাস: পুন্ডিবাড়ী:স্বামী বিবেকানন্দের জন্মদিবস মহাসমারোহে সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে।তিনি বলেছেন " আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ।"সমগ্র দেশের মানুষ আজ ঘনীভূত হয়েছে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের উদ্দেশ্যে।ঠিক একই রকমভাবে পুন্ডিবাড়ি বিবেকানন্দ মডেল স্কুলের পরিচালনায় স্বামী বিবেকানন্দের 157 তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সকলে মিলিত হয়েছে, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের অশিক্ষকর্মীগণ।

শোভাযাত্রায় বিদ্যালয়ের  ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী কিছু বাণীর মাধ্যমে,বিভিন্ন ধরনের ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলে। 

আজকের এই সুসজ্জিত শোভাযাত্রা  বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পুন্ডিবাড়ী হসপিটাল হয়ে বিদ্যালয়ে ফিরে আসে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন এই শোভাযাত্রা সেই বার্তাই দেয় যে বার্তা সাধারণ মানুষকে একীভূত করতে পারে তাই সকলের মধ্যে ভালবাসা জেগে উঠুক এই ধরণীতে।