Latest News

6/recent/ticker-posts

Ad Code

উৎসবের লেখা

উৎসবের লেখা
কিশোর বনিক চৌধুরী

এলাকায় চিঠি, ভিড়ের বাদ্যি'র।
শহরের পেনে, যেন উৎসবের আবেগ।
চিনে নাও সময় করে, পরিযায়ী রাস্তা...
সব রাস্তাতেই, সাজানো সৃজনের গেট।

ভিন্ন ভিন্ন রঙে, যত সব প্রেমের মিছিল।
বিজ্ঞাপনের নীচেই অগুনতি সেলফি,
বনধ ডেকেছে অফিসের ব্যস্ততা...
রেস্তরাঁয় লাইন হলে, তাতে ভুল কি?

পাঁচের কাছে এক। পঁচিশে আর এক...
মূহুর্ত'র জামা সঞ্চিত হয় দেরাজে,
কেউ নেয় কোল, কেউ ধরে আঙুল,
আদরের স্কেলের, নিহিত আন্দাজে।

নিয়মাবলীর গায়ে অনিয়মের আঁচ
ভরসার স্কেচ, বছরের সেভিংসে।
ফুচকার স্টলে আসে অহর্নিশ-
পরিহিত, কেউ কেউ ডেনিম জিন্সে।

আলোর লজ্জায়, চুমুদের বন্দিশ,
তা অবশ্য, একটু-আধটু রিস্ক-ই...
টেবিলে ফেরে গল্প, বরফের সাথে,
গ্লাসের তাপ মাপে, স্কচ আর হুইস্কি।

মোড়ের মাথায়, স্বপ্ন-নিখোঁজের, হঠাৎ যেন দেখা!
কবির ডায়েরিতে ঘুরপাক খায়, কোনো উৎসবের লেখা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code