Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের





SER-10,ময়নাগুড়ি,১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ শুধু বাঙালির জীবনের এক আদর্শ মহামানবই নন, তিনি ছিলেন যুগাবতার। তাঁর দেখানো আদর্শের রাস্তা যুক্তিবোধের দিকে এগিয়ে নিয়ে যায় মানুষকে। 




আধ্যত্মকে এক অন্য নতুন পর্যায়ে উন্নতি করে স্বামীজী সকলের জীবনকে আরও বেশি করে আলোর দিকে ঠেলে দিয়েছেন এবং নিতিবাচক ভাবনার অন্ধকার দিকটির পর্দা সরিয়ে তিনি বাঙালির জীবনবোধকে আরও বেশি করে অনুপ্রাণিত করেছেন। উদ্বুদ্ধ হয়েছে যুব সমাজ, আর সেজন্যই তার জন্মদিন ১২ জানুয়ারি যুব দিবস বলে খ্যাত।




আজ ১২ জানুয়ারি বীর সাহসী স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মজয়ন্তী। বীর সাহসী স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ময়নাগুড়ি নগর শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং মাল্যদান করা হলো। 




উপস্থিত ছিলেন, ময়নাগুড়ি নগর শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code