মৃগাঙ্ক সরকার, সংবাদ একলব্য: ‘পুরনো ফি-তেই সেমেস্টার’, দিল্লি হাইকোর্টের নির্দেশে জয়ের আশ্বাস দেখছে জেএনইউ ছাত্র সংসদ। এদিন দিল্লি হাইকোর্টে বিচারে জেএনইউ পড়ুয়াদের স্বস্তি। আপাতত পুরনো ফি-তেই সেমিস্টারের রেজিস্ট্রেশন করা হবে। নাম নথিভুক্ত করতে হবে ১ সপ্তাহের মধ্যে। দেরি হলেও লাগবে না লেট ফি। সমস্যা সমাধানে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। অন্তর্বর্তী রায়ে জেএনইউ কর্তৃপক্ষকে নির্দেশ আদালতের। রায়কে স্বাগত জানাল জেএনইউ ছাত্র সংসদ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের দীর্ঘ আন্দোলনের অবসান ঘটতে চলেছে হাইকোর্টের রায়ে। পূর্বে সমীক্ষায় জানা গিয়েছিল হোস্টেলের এই বাড়তি ফি-এর দরুন প্রায় ৪০শতাংশ ছাত্রছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটতে পারতো।হাইকোর্টের রায় এখন ছাত্রছাত্রীরা আশার আলো দেখছে বলে জানা গিয়েছে।