নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার সাথে সাথেই দেশজুড়ে ধিক্কার মিছিল সমাবেশ সংঘটিত হয়। এর থেকে বাদ যায়নি জামিয়াও। 

আজ জামিয়ায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী মিছিলে গুলি চালাল এক যুবক। জামিয়ার ছাত্র-ছাত্রীরা গান্ধীজির প্রয়াণ দিবসে জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে মিছিল বের করে। আর সেই সময় এক যুবক মিছিলের উপর গুলি চালিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। যুবকের গুলিতে এক প্রতিবাদী আহত হয়। অভিযুক্ত যুবকের নাম গোপাল বলে জানা গিয়েছে।

পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্ত গোপাল নিজেকে রাম ভক্ত বলে পরিচয় দিয়েছে। আরেকদিকে আহত যুবক জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাদাব আলম বলে জানা যাচ্ছে।

পুলিশ জানিয়েছে যে, তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এক প্রতক্ষ্যদর্শী জানায়, মিছিল চলছিল আর এক যুবক আচমকা উল্টো দিক থেকে হঠাৎ করে বন্দুক চালায়।নেপথ্যে পুলিশকে নীরব দর্শকের ভূমিকা নিতে দেখা যায়।