গতকাল কোচবিহারের তুফান গঞ্জ থেকে শুরু হয় বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্তের ২০০ বছরে ' বিদ্যাসাগর - অক্ষয় দত্ত  বিজ্ঞান অভিযান ' সাইকেল র‍্যালি। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিত চক্রবর্তী। 

আজ দিনহাটার   বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা সাইকেল র‍্যালী করে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়। এখানে থেকে আবার একটি সাইকেল র‍্যালী দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।  
এই র‍্যালি আলিপুরদুয়ার - জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে মিলিত হবে আগামী ২৬ শে জানুয়ারী। উত্তর বঙ্গে আরও একটি সাইকেল র‍্যালি মালদা - দঃ দিনাজপুর - উঃ দিনাজপুর হয়ে শিলিগুড়িতে মিলিত হবে আগামী ২৬ শে জানুযারী।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দিনহাটা শাখার পক্ষথেকে অসিত  চক্রবর্তী  বলেন - বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্তের বর্তমান সময়ের প্রেক্ষাপটে    তাদের  প্রাসঙ্গিকতাকে ব্যাখ্যা করেন।