ধর্মের ভিত্তিতে বিভেদকামী NRC-CAA বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় সন্ত্রাস ও দেশজুড়ে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে AIDSO - এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হলো গতকাল কলকাতার কলেজ স্কোয়ারে।

সরাসরি ধর্মের ভিত্তিতে এই বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে AIDSO - এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ছাত্র কনভেনশনে বক্তব্য রাখেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র নেত্রী কমরেড সোমিয়া সামল।

তিনি সেখানকার ভয়ঙ্কর পুলিশি সন্ত্রাসের কথা ব্যক্ত করেন ও সেইসাথে দিকে দিকে ছাত্রদের বিপুল প্রতিবাদে আনন্দ প্রকাশ করেন। দিল্লি তে প্রতিবাদের চিত্রও তিনি তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, বিশিষ্ট গণ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, দিল্লি রাজ্য সম্পাদক শ্রেয়া সিং প্রমূখ।