আজ শুক্রবার NRC ও CAA এর প্রতিবাদও শিলিগুড়িতে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। আজ বেলা সাড়ে বারোটায় তিনি পদযাত্রা শুরু করবেন। মাল্লাগুড়ি থেকে থেকে প্রধান নগর হয়ে সেভক মোড়  কোর্ট মোড় ও কাছারি রোড হয়ে মিছিল যাবে বাগাযোতিন পার্ক পর্যন্ত। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে গোটা শিলিগুড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।