প্রতীকী ছবি 


অসমে NRC-র তালিকা প্রকাশ হওয়ার পর ভারত থেকে ৪৪৫ জন বাংলাদেশি ভারত থেকে ফিরে এসেছে। বৃহস্পতিবার একথা জানালেন বর্ডার গার্ড অফ বাংলাদেশের (BGB) ডিজি শফিনুল ইসলাম । 
তিনি বলেন, "২০১৯ সালে ভারত থেকে বাংলাদেশে অবৈধ সীমান্ত পারাপারের জন্য প্রায় এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল। নভেম্বর ও ডিসেম্বরে সেই সংখ্যাটা হল ৪৪৫। যারা ভারত থেকে বাংলাদেশে ফিরেছে। এরা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে গেছিল। তার পর সেখান থেকে ফিরে এসেছিল।" 

তিনি জানান, স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করার পরে বিজিবি জানতে পেরেছিল যে সমস্ত অনুপ্রবেশকারীরাই বাংলাদেশি। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ করার জন্য ২৫৩টি মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে এদের মধ্যে কমপক্ষে তিনজন মানব পাচারকারী। বিজিবি-র ডিজি আরও বলেন, এই ঘটনা বাংলাদেশ ও ভারতের সীমান্ত বাহিনীর মধ্যে কোনও উত্তেজনা তৈরি করতে পারেনি।

গত সপ্তাহে শফিনুল ইসলাম ভারত সফর এসেছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিল্লিতে তিনি বলেছিলেন যে এনআরসি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা খুব ভালো। তিনি বলেন, বিজিবি অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে কাজ চালিয়ে যাবে।