বানান ভুলে পরীক্ষায় নাম্বার কমে যেতো- কিন্তু প্রেমও শেষ হয়ে যেতে পারে এই বানান ভুলে! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ই-হারমোনি ডেটিং সাইটের সমীক্ষায়।  

বর্তমান প্রজন্ম প্রায় সবাই এখন অবসর সময়ে মোবাইলে মুখ গুঁজে থাকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখন স্নান-খাওয়ার মতোই রুটিন হয়ে দাঁড়িয়েছে। অনলাইন ডেটিং সাইটে বহু মানুষ নিজের অ্যাকাউন্ট খোলে। কেউ এখান থেকে জীবনসঙ্গী খুঁজে পায়, কারওর কপালে জোটে হতাশা। কিন্তু চেষ্টার ত্রুটি করে না কেউ। অনেকে তো ফেসবুকেও সঙ্গী পাতানোর চেষ্টা করে। কিন্তু এই চেষ্টা জলে যেতে পারে শুধুমাত্র ভুল বানানের জেরে।


সম্প্রতি এনিয়ে একটি সমীক্ষা করেছে ডেটিং সাইট ই-হারমোনি। সেই সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, বানান ভুলের জন্যই ভেঙে যাচ্ছে একাধিক সম্পর্ক। এই বানান ভুলই ভিলেন হয়ে দাঁড়িয়েছে নতুন সম্পর্ক তৈরি হওয়ার পথে। 


বানান যারা ভুল করে, তাদের সঙ্গে প্রেম করতে চাইছে না কেউ। সমীক্ষা বলছে, এক্ষেত্রে সবার আগে আসে প্রোফাইল। যদি প্রোফাইলে বানান ভুল থাকে, তবে প্রথম চালেই আপনি আউট। সঙ্গীর সাড়া পাওয়ার সম্ভাবনা কমে প্রায় ১৪%। 


তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরাই। দেখা গিয়েছে প্রায় ৮৮% মেয়ে শুদ্ধ বানানকে গুরুত্ব দেয়। ছেলেদের ক্ষেত্রে এই সংখ্যা ৭৫%।