তিনি ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মোদী জমানায় দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে দফায় দফায় উদ্বেগপ্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই মোদী সরকারকে কর্পোরেট ট্যাক্সে ছাড় নয় বরং দেশের মানুষের হাতে অর্থ জোগান দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।নোবেল জয়ের পরেও আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতের অর্থনৈতিক অবস্থা টালমাটাল বলে মন্তব্য করে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়েছেন।  

  এবার ফের ভারতীয় অর্থনীতির আসন্ন দুরাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। ২০১৯-র নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে তাঁরই সঙ্গে অর্থনীতিতে নোবেলজয়ী স্ত্রী এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারের পাশে বসে ১৯৯১ সালের অর্থনৈতিক সংকটের সঙ্গে অর্থনীতির এই ধীর বৃদ্ধির তুলনা করে তিনি বলেন, ‘আমরা একটি বড় মন্দার সূচনাকারী বিন্দুর নিকটবর্তী। আমি মনে করি যে বাজেটের ঘাটতি এবং লক্ষ্যমাত্রা পূরণের কথা আমাদের ভুলে যাওয়া উচিত। তার বদলে অর্থনীতিকে কিছুটা পরিপক্ক করা উচিৎ। এখনই খোলামেলা হতে হবে।’