Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেওয়ানহাট মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে অভিনীত হল CAA বিরোধী নাটক


বৃহস্পতিবার দেওয়ানহাট মহাবিদ‍্যালয়ের নবীবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দেওয়ানহাট মহাবিদ‍্যালয়ে। 

আধুনিকতার যুগে সংস্কৃতি প্রায় ডুবতে বসেছে। এখন সকলেই ব‍্যস্ত মোবাইল ল‍্যাপটপে ফেসবুক আর হোয়াটসাপে তখন কলেজে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন অনুষ্ঠানগুলো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানায়। 

এদিন দেওয়ানহাট মহাবিদ‍্যালয় প্রাঙ্গনে স্নাতকে ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের বরন করে নেওয়ার উৎসব নবীন বরন উৎসব অনুষ্ঠিত হলো। এ অনুষ্ঠানকে ঘিরে প্রায় সকল শিক্ষার্থীদের মনে উন্মাদনা ছিল প্রবল। 

সাংস্কৃতিক অনুষ্ঠান ও NRC ওCAA বিরোধী রাজবংশী ভাষার নাটক "মুই এলা কোটে যাং....." অনুষ্ঠানটিকে অন‍্য মাত্রায় পৌঁছে দেয়। 

কলেজ প্রাঙ্গনে দর্শক ছিল কানায় কানায় ভর্তি। ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকা বৃন্দের একাংশ ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন প্রবল শীতকে উপেক্ষা করে উপস্থিত ছিলেন এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code