উত্তরবঙ্গে শুরু শিলাবৃষ্টি। হচ্ছে বিক্ষিপ্তভাবে। সকাল ১১ টা নাগাদ শিলিগুড়ির কিছু জায়গায় প্রচন্ড শিলাবৃষ্টি হয়। আবহাওয়াদপ্তর সূত্রে খবর বৃষ্টির পর সামগ্রিক ভাবে উষ্ণতা হ্রাস ও উত্তরে বাতাসের দাপটে ২৭ তারিখ রাত থেকেই বঙ্গে শীতের দাপট শুরু হবে। ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে এবছরের ভয়ঙ্করতম শীত পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 
২৮ ও ২৯ তারিখ নাগাদ তাপমাত্রা নেমে যেতে পারে ৮°-১২° সেলসিয়াসের মধ্যে। ২৯ তারিখ আরো নামতে পারে পারদ। ২৭ তারিখ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করলেই হু হু করে ঢুকতে থাকবে উত্তরে বাতাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে আজ। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও যত বেলা বাড়বে তত আকাশ পরিষ্কার হতে শুরু করবে। বিকালে আকাশ পরিষ্কার হয়ে যাবে আর তারপরেই বৃদ্ধি পাবে ঠাণ্ডার প্রকোপ। ২৮-৩০ তারিখের মধ্যে হাড় হিম করা ঠাণ্ডা থাকবে।
 হাওড়া, হুুুুগলি , কলকাতা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ নানা জায়গায় চরম শীতের দাপট থাকবে। উত্তর বঙ্গের জেলাগুলোতে ঠাণ্ডা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে।