অর্জুন সেনঃমদ বন্ধের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের কালা আইন NRC ও CAB, CAA এর বিরুদ্ধে একটা প্ৰতিবাদী ২৬ ডিসেম্বর একটি মিছিল  ছাত্র সংগঠন DSO-র নেতৃত্বে বলরামপুর বাজার থেকে বলরামপুর চৌরঙ্গী পর্যন্ত পথ পরিক্রমা করে।

মিছিলে উপস্থিত ছিলেন DSO এর জেলা কমিটির অন্যতম সদস্য আসিফ আলম ,বলরামপুর লোকাল কমিটির সদস্য গোপাল বর্মন ,বাসেত আলী ,প্রবীর সেন ,প্রকাশ দাস প্রমূখ।