প্রতিষ্ঠার দীর্ঘ 45বছর পর দিনহাটা মহকুমার কোনাচাতরা হাই স্কুল (উঃমাঃ ) আজ স্থায়ী প্রধান শিক্ষক পেল ।

দিনহাটা গোপালনগর হাই স্কুলের শিক্ষক লিটন দাস এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন আজ ।

এ খবরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে । শিক্ষক , ছাত্রছাত্রী , শিক্ষানুরাগী সবার মধ্যে আজ খুশির ছোঁয়া ।

কোনাচাতরা বিদ্যালয়ের সহ শিক্ষক অভিজিৎ দাশ জানান- " বিদ্যালয় অভিভাবক পেয়ে আজ আনন্দিত।"