এবার প্রথম online এ বিদ্যালয়ের পক্ষ থেকে নির্মল, শিশুমিত্র বিদ্যালয় ও যামিনী রায় পুরস্কার জন্য আবেদন নেওয়া হয়। যামিনী রায় পুরস্কারের জন্য গত 10 ই নভেম্বর, এবং শিশুমিত্র পুরস্কারের জন্য 16 ই নভেম্বর ও নির্মল বিদ্যালয়ের জন্য আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে আবেদনের।
এবার মুর্শিদাবাদ জেলায় online এ শিশুমিত্র জন্য application জমা পড়ে 248 টা। শেষ পর্যন্ত রেজাল্ট এ নাম আসে 10 +10 এর পর জেলা পর্যায়ে visit করে ছবি আপলোড করা হয়, সেখানে সর্বোচ্চ শতকরা নম্বর 98.5 পায় বেলডাঙ্গা চক্রের 30,আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় । জেলায় মোট 4টে প্রাথমিক ও 3টে উচ্চ বিদ্যালয় রাজ্য পর্যায়ে পরিদর্শন হয়। সেখানে বেলডাঙ্গা চক্রের 2টা প্রাথমিক ও একটা উচ্চ বিদ্যালয় পরিদর্শন হয় 29 শে নভেম্বর।
অন্য বিদ্যালয় থেকে যা আলাদা করেছে আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় কে -
1)জল সংরক্ষণ এর উপর একাধিক প্রজেক্ট যেমন ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, পাইপ লাইনের ওভার ফ্লো জলে ঝুলন্ত বাগান, হাত ধোঁয়ার জল সংরক্ষণ করে বাগান পরিচর্যা
2)উন্নত ও আধুনিক শৌচাগার
3)বিজ্ঞান সম্মত ভাবে হাত ধোঁয়ার ব্যবস্থা
4)পর্যাপ্ত ডাস্টবিন
5)ভ্রাম্যমান গ্রন্থাগার
6)সারা বছর ধরে শিশু সংসদ নিয়ে অভিনব কর্মসূচী
7)ঝা চকচকে বিদ্যালয় ক্যাম্পাস
8)বিদ্যালয় বাইরে দেওয়ালে রঙিন ছবি সহ সামাজিক বার্তা
9)বিদ্যালয় ক্যাম্পাসে বটবৃক্ষ কে পাখিদের বাসা
10)পুষ্টি বাগিচা সহ শিশু বান্ধব পরিবেশ
11)অধুনিক রান্না ঘর, ডাইনিং রুম, হস্ত শিল্প প্রদর্শন কক্ষ, লাইব্রেরী রুম।
নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল 2014 সালে। প্রধান শিক্ষক হিসাবে বিশ্বজিৎ দত্ত যোগদান করেন 5ই জুন 2018, একটার পর একটা অভিনব কর্মকাণ্ডের জন্য গত 5ই সেপ্টেম্বর জেলা শিক্ষা দপ্তর থেকে পেয়েছে best performing award আর এই অল্প সময়ে জেলার সেরার সেরা শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানান- "যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন কিছু ই ছিল না। যা পরিবর্তন এই কয়েক মাসে। এর আগে বিশ্বজিৎ দত্তের হাত ধরে এসেছে একের পর এক পুরস্কার। নির্মল, শিশুমিত্র, সেরা বিদ্যালয়, যামীনী ও স্বচ্ছ বিদ্যালয়। আর আবার শুরু হলো একটা সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা।"
13 ই ডিসেম্বর কোলকাতা রবীন্দ্র সদনে রাজ্য সমগ্র শিক্ষা মিশন,ইউনিসেফ,ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পুরস্কার তুলে দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানান- "যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন কিছু ই ছিল না। যা পরিবর্তন এই কয়েক মাসে। এর আগে বিশ্বজিৎ দত্তের হাত ধরে এসেছে একের পর এক পুরস্কার। নির্মল, শিশুমিত্র, সেরা বিদ্যালয়, যামীনী ও স্বচ্ছ বিদ্যালয়। আর আবার শুরু হলো একটা সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা।"
13 ই ডিসেম্বর কোলকাতা রবীন্দ্র সদনে রাজ্য সমগ্র শিক্ষা মিশন,ইউনিসেফ,ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পুরস্কার তুলে দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊