![]() |
প্রতীকী ছবি |
CAA ও NRC বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র সাঁকরাইলের মানিকতলা। দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ পুলিশকর্মী। ইতিমধ্যেই আহত পুলিশকর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানাযায়, সন্ধের দিকে হাওড়ার মানিকপুর এলাকায় জমায়েত করে বিক্ষোভকারীরা। শুরুতেই বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ আধিকারিকরা। তাঁদের কথায় কর্ণপাত না করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পালটা ইটবৃষ্ট শুরু করে আন্দোলনকারীরা। অভিযোগ, এলাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে বোমা ছোঁড়া হয়।পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেই সময় আচমকা চাঁপাতলার দিক থেকে একদল এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ডিসি হেড কোয়ার্টার অজিত সিং যাদব-সহ তিন পুলিশ কর্মী। বোমাবাজির জেরে আহত হন আরও কয়েকজন।
West Bengal: Deputy Commissioner of Police (HQ),Howrah Ajeet Singh Yadav (file pic) injured, after a bomb was hurled at police while they were trying to disperse the protesters in Sankrail Manikpur area, today. He has been admitted to a hospital. #CitizenshipAmendmentAct pic.twitter.com/nJmGmaQEdu— ANI (@ANI) December 17, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊