ময়নাগুড়িতে CAA এর বিরোধীতায় পথ অবরোধ কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের 

SER-10, ময়নাগুড়ি, ১৭ই ডিসেম্বর ২০১৯: আজ  জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন এলাকায় দুপুর ১টা নাগাদ পথ অবরোধ করে কামতাপুর স্টুডেন্ট অরগানাইজেশন।

নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এ'দিন ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন ২৭ নং জাতীয় সড়ক অবরোধ করেন তারা। এর সাথে সাথে জাতীয় সড়কে ওপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কুশপুতুল পুড়ানো হয়। এ'দিন এই পথ অবরোধে যোগদান করেন কামতাপুর স্টুডেন্ট অরগানাইজেশনের জেলা সভাপতি প্রেমানন্দ রায় এবং সংগঠনের ময়নাগুড়ি ব্লক প্রেসিডেন্ট দিলীপ রায় সহ আরও অনেকেই। নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ময়নাগুড়ি ব্লক এর কে এস ও সংগঠন জাতীয় সড়ক অবরোধ করেন। CAA আইন অবিলম্বে বন্ধ করা হোক এই দাবি নিয়ে তারা পথ অবরোধ শুরু করেন ২৭ নম্বর জাতীয় সড়কের ওপর । পরে পথ অবরোধের খবর পেয়ে ওই স্থানে ময়নাগুড়ি থানার পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধ তুলে নেওয়া হয় সংগঠনের তরফ থেকে ।

কামতাপুর স্টুডেন অরগানাইজেশনের জেলা সভাপতি প্রেমানন্দ রায় বলেন- সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইনের ফলে বহু সমস্যার সম্মুখীন হতে হবে উত্তরবঙ্গের ভূমিপুত্রদের। এবং এর ফলে শিক্ষার সাথে সংস্কৃতি এবং ঐতিহ্য নষ্ট হয়ে পড়বে। যতদিন পযর্ন্ত  এই CAA বন্ধ না হয় ততোদিন পযর্ন্ত আমরা এর বিরুদ্ধে বৃহৎ আন্দোলন করার জন্য লাগাতার পথে নামব।

আজকে সংগঠনের পক্ষ থেকে ২৭ নং জাতীয় সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করা হয়।