আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১৬ই ডিসেম্বর: ক্যাব বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে ক্যাব আইনে পরিণত হওয়ার সঙ্গেই সঙ্গেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সারা রাজ্যজুড়ে শান্তিপূর্ণ আন্দোলন করার ডাক দিয়েছেন। তিনি নিজেও পথে নেমেছেন ক্যাব, এন আর সি ও এন পি আর এর বিরুদ্ধে। এছাড়াও এর বিরুদ্ধে সেচ্চার হচ্ছেন বুদ্ধিজীবি ও শিক্ষিত সমাজরাও।
এদিন সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে এন আর সি, এন পি আর ও ক্যাবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পথে নামেন প্রায় চার থেকে পাঁচ শতাধিক মানুষ।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শাহনাওয়াজ পাঠোয়ারী, মিঠু রহমান সহ আরো অনেকে। এলাকায যুবক থেকে বৃদ্ধ সকলেই এই মিছিলে সামিল হয়, মিছিলের শেষে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। এদিনের মিছিলে ক্যাবের বিরুদ্ধে জোড়ালো আওয়াজ ওঠে।
1 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊