হায়দ্রাবাদ ধর্ষণ ও খুন কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন সরব হন। এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত বলে জানিয়েছেন। দেশে দিনকে দিন বাড়তে থাকা নারী ও শিশুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে তিনি বলেছেন, "আমি বহুবার এইভাবেই উঠে দাঁড়িয়ে বলেছি তা কাঠুয়া হোক, নির্ভয়াকাণ্ড হোক কিংবা হায়দরাবাদ আমার মনে হয় এবার সময় এসেছে সরকার এর একটা যথার্থ এবং যোগ্য জবাব দিক। দোষীদের জনতার সামনে এনে পিটিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।"