19 দিন ধরে পার্শ্বশিক্ষকদের একটা বড়ো অংশ অনশন-আন্দোলন চালিয়ে যাচ্ছেন।একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন।  এ নিয়ে হেলদোল নেই রাজ্য সরকারের।

অপরদিকে পার্শ্বশিক্ষকদের আন্দোলন স্তব্ধ করতে নয়া বিদ্যালয় পরিদর্শকরা বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন বিদ্যালয়গুলিতে । ১১ নভেম্বর থেকে যে সমস্ত পার্শ্বশিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত তাদের লিস্ট চেয়েছিলেন সেই বিজ্ঞপ্তিতে। এই প্রসঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ জানান- " সরকারের কিছু দলদাস SI কোন কোন জায়গায় শ'কজের ভয় দেখাচ্ছেন। কোন এস আই যদি শোকজ  করেন-আমি কথা দিচ্ছি তাকে কলকাতা হাইকোর্টের দরজায় এনে ফেলব।"
কিন্তু এইবার সরাসরি শোকজের নির্দেশ। ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের কারণ দর্শানোর জন্য প্রতিটি জেলায় নির্দেশ পাঠানো হয়েছে।


এখন দেখার পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহন করে। তবে রাজ্য ঐক্যমঞ্চের এতদিনের আন্দোলনে এখনো পর্যন্ত কোন সদর্থক পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন মহলেই প্রশ্ন উঠছে। বিধানসভা অধিবেশনে পার্শ্বশিক্ষকদের বিষয়টি বিরোধীরা তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। কমঃ সুজন চক্রবর্তী জানিয়েছেন- 'পার্শ্বশিক্ষকদের বিষয়ে বিধানসভায় আলোচনার সুযোগ না দিলে স্তব্ধ করে দেওয়া হবে বিধানসভা।'


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update