রাসমেলার পর এবার কোচবিহার জেলার বইমেলাতেও আমন্ত্রিত অতিথিদের তালিকা থেকে বাদ পড়লেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আমন্ত্রিত তালিকায়  বিজেপির সাংসদের নাম বাদ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

জেলা বইমেলা কমিটির সভাপতি কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, তাই প্রশাসনিক কর্তাদের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সাংসদের নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা বিজেপি নেতৃত্ব।

এ বিষয়ে জেলাশাসক পবন কাদিয়ান সংবাদ মাধ্যমকে জানান, "তিনি পদমর্যাদায় সভাপতি। তবে সেখানে কারা আমন্ত্রিত রয়েছেন, সেটা তাঁর জানা নেই।" 

বিষয়টি প্রকাশ্যে আসার পর কোচবিহারের সাংসদ নিশীথ প্রমাণিক বলেন, “ বইমেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়। সেখানে আমার নাম না থাকাটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। এখানেও যে এবার রাজনীতির ছোঁয়া লাগছে, এটা তারই প্রমাণ।”