বর্তমান সময়ে সাম্প্রদায়িক বিভেদ ও সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করলো "দিনহাটা ছাত্র শিক্ষক ঐক্য মঞ্চ"। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবেই মিছিলে হাঁটার আমন্ত্রণ জানায় সংগঠনের আহ্বায়করা। জাতি, ধর্ম, বর্ণ , রাজনৈতিক দল-মত নির্বিশেষে দলে দলে যোগ দিয়ে  আজ এক নতুন পথ নির্দেশ করলো মিছইলটি। বিকেল ৪ টায় মিছিল শুরু হয় দিনহাটা হেমন্তবসু কর্নারের সামন থেকে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে-"আমাদের দেশ বর্তমানে এক অস্থির সময়ের মুখোমুখি।আমাদের সংহতি চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি দিক বিদিকে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সংহতি ও সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং সাম্প্রদায়িকতা ও ভেদাভেদের রাজনীতির প্রতিবাদে  আজ দিনহাটা ছাত্র শিক্ষক ঐক্য মঞ্চের উদ্যোগে একটি শান্তিপূর্ণ মিছিল আয়োজিত হলো হেমন্তবসু কর্নার থেকে।"

এদিনের এই মিছিলে শতাধিক ছাত্র-ছাত্রি-শিক্ষক-শিক্ষিকা দিনহাটা শহর তথা গ্রামাঞ্চল থেকে মিছিলে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়াও দিনহাটার সমাজ সচেতন নাগরিকরাও মিছিলে ছাত্রদের আহ্বানে পা মেলায়।


মিছিলের শেষে সংহতি ময়দানে বিশিষ্ট শিক্ষক অনির্বাণ নাগ  ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সকলকে সমাজের এই কঠিন সময়ে এগিয়ে এসে প্রতিবাদের জন্য আবেদন জানান।

স্কুল-কলেজ পড়ুয়া অর্কপ্রভ রায়,স্নেহাশীষ রায়,সুব্রত রায়,তন্ময় কর্মকার,আকাশ সাহা,অভ্রদীপ বোস,জয় পাল, দেবাঞ্জন রায়,প্রতাপ বসুনিয়া,সুমনা দে, দেবস্মীতা সরকার-রা জানায়- "দেশব্যাপী এই বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজের এই প্রতিবাদ যা আজ এই মিছিলের থেকে শুরু হলো তা আগামীতেও সচল থাকবে। আর আমরা ছাত্র শিক্ষক ঐক্য মঞ্চ সাম্প্রদায়িক বার্তাকে দিক বিদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষে অঙ্গীকারবদ্ধ থাকবো।"