SER-10,ময়নাগুড়ি, ২৬শে ডিসেম্বর : রাজ্যের সাথে তালে তাল মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিরডাঙ্গা গ্রামে NRC ও CAB এর বিরুদ্ধে এক ঐতিহাসিক মিছিল আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
এই NRC ও CAB এর বিরোধীতা মিছিলে উপস্থিত ছিলেন, সাপ্টিবাড়ী ২নম্বর অঞ্চল কনভেনার শুবল রায়, কবির হোসেন, নির্মল সরকার, পবিত্র কুমার রায় সাথে সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের যুব সভাপতি বাপি আলম এবং কাশিরডাঙ্গা বুথের বুথ সভাপতি কৃষ্ণগোপাল দেবনাথ ও অন্যত্র নেতৃত্ব বিন্দ।

আজকের এই ঐতিহাসিক মিছিলে শতাধিক মানুষ পায়ে পা মেলান। এবং তাদের শ্লোগানে শুধু একটাই কথা NO NRC NO CAB আমরা এই আইন মানছিনা মানবোনা।

সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের যুব সভাপতি বাপি আলম জানান, ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্ক দত্তের নির্দেশে আজকের এই NRC ও CAB এর বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করা হয় কাশিরডাঙ্গা গ্রামে। এবং তিনি আরও বলেন, এই NRC ও CAB আমরা মানছিনা মানবোনা।