গৌতম সাহা, কোলকাতাঃ
UUPTWA নেতৃত্ত্ব গত ৬ ই নভেম্বর মাননীয় শিক্ষা মন্ত্রীর সঙগে দেখা করতে যাদবপুর থেকে নাকতলা হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়ে এক অভিযানের ডাক দেন। এতে মাননীয় মন্ত্রী সংগঠনের ৪ জন প্রতিনিধির সঙগে দেখা করতে বাধ্য হন কিন্ত তিনি তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বৈষম্য অবসানে কোন সদর্থক ভূমিকা নিতে অপারগ থাকেন।ফলে নেতৃত্ত্ব আন্দোলন চালিয়ে যাবেন বলে দৃঢ় সংকল্প গ্রহণ করেন।তারপর প্রশাসন বেশ কয়েকশো আন্দোলনকারীকে গ্রপ্তার করে লালবাজার লকআপে নিয়ে যান।পরেরদিন তাদের ছেড়ে দিলেও ১০ জন নেতৃত্ত্বকে জামিন অযোগ্য ধারায় কেস দেন,কোর্টে তাদেরকে 'হুলিগান' বলে আখ্যায়িত করেন সরকারী উকিল।পরে অবশ্য কোর্টে তাদের জামিন হয়। কিন্তু নতুন করে অসম্মান তৈরী হয় সরকারের তরফ থেকে। তারপর থেকে ক্ষোভে ফুঁসছে আপামোর প্রাথমিক শিক্ষককূল।বিষয়টি নিয়ে সংগঠনের সম্পাদিকা মাননীয় পৃথা বিশ্বাস বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে উচ্চ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানাতে গিয়ে ব্যার্থ হয়েছেন।

এদিকে প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়ায় ও সামনে বার্ষিক পরীক্ষা শুরু হতে চলায় সংগঠনের নেতৃত্ত্ব কিছুদিনের জন্য তাদের আন্দোলন স্থগিত রাখেন। ইতিমধ্যে সার্কেল স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে বার্ষিক পরীক্ষা হতে চলেছে। গতমাসে UUPTWA সংগঠনের সভপতি মাননীয় সন্দীপ ঘোষ সরকারী অবহেলা,অসম্মান ও অনায্য বেতনের বিরুদ্ধে আবার নতুন করে আন্দোলনের জন্য ফেসবুকের   বার্তা সমর্থকদের দেন।


তবে আজ উস্থির রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ এবং রাজ্য সম্পাদিকে পৃথা বিশ্বাস চরম বার্তা দেন। স্যোসাল মিডিয়ায় জানান- "রোপা 19 বের হয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষকরা সেই বঞ্চিতই রয়ে গেলেন। অথচ আমরা দেখছি অনেক জেলার s.i রা option form জমা নেবার জন্য অতি তৎপর হয়ে উঠেছেন। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, রোপার 2nd part এ প্রাথমিক শিক্ষকদের জন্য কিছু আশার আলো থাকতে পারে। আমাদের সংগঠন কিন্তু বতর্মান পরিস্থিতির কথা চিন্তা করে রাস্তার আন্দোলন থেকে পিছিয়ে এসেছে কিন্তু সরকার বাহাদুর যদি এতে ভেবে নেন আমরা মেনে নিয়েছি, চরম ভুল করবেন। সরকার যদি প্রাথমিক শিক্ষকদের বন্চিত রাখেন, আমরা কিন্তু বাধ্য হব আবার আন্দোলনের রাস্তায় নামতে। "



এতে বোঝা যাচ্ছে আগামীদিনে আবার নতুন করে আন্দোলন করতে চলেছে বর্তমানে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের সবথেকে বড় সংগঠন UUPTWA।

আবার প্রাথমিক শিক্ষকদের সংগঠন UUPTWA নেতৃত্ত্ব নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ায় আগামীদিনে আবার তীব্রতর শিক্ষক আন্দোলনের ঢেউ আছড়ে পড়তে চলেছে বাংলায় যেটি প্রশাসনের কাছে যথেষ্ট চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য সরকার যদি এরমধ্যে তাদের বৈষম্য নিরসনে সঠিক ভূমিকা গ্রহণ করেন তবে তারা আন্দোলন থেকে বিরত থাকবেন বলে জানান সংগঠনের সভাপতি।