source:pti

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মনিপুরী বক্সার এম সি মেরি কম নিখাত জারিনকে হারিয়ে চাম্পিয়ান হন । শনিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৫১ কেজি বিভাগে অলিম্পিক ট্রায়ালে মুখোমুখি হয়েছিলেন মেরি ও নিখাত । মেরি ৯-১ বাউট জিতে অলিম্পিক কোয়ালিফায়ারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।