SER-10,ময়নাগুড়ি, ২৮শে ডিসেম্বর ২০১৯: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গতকাল শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সাপ্টিবাড়ীর ছোট দোমহনী বাজরে NRC ও CAB এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তের নির্দেশে এদিন NRC ও CAB এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। এই NRC ও CAB এর বিরোধীতা মিছিলে উপস্থিত ছিলেন, সাপ্টিবাড়ী ২নম্বর অঞ্চল কনভেনার কবির হোসেন,সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের যুব সভাপতি বাপি আলম এবং কাশিরডাঙ্গা বুথের বুথ সভাপতি কৃষ্ণগোপাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
গতকালের এই NRC ও CAB মিছিলে পায়ে পা মেলান শতাধিক মানুষ। এবং এই মিছিলের শ্লোগানে তাদের মুখে শুধু একটাই কথা NO NRC NO CAB আমরা এই আইন মানছিনা মানবোনা।
সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের যুব সভাপতি বাপি আলম বলেন, গোটা দেশ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছে তাই আমরাও মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ ছোট দোমহনী বাজারে এই NRC ও CAB এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করি। এবং এই মিছিল থেকে আগামী ৩ তারিখে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিলিগুড়ি শহরে NRC ও CABএর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সকলকেই সামিল হওয়ার জন্য বার্তা প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊