২০০৭ সালের পর এই প্রথম গ্রুপ সি পদে কর্মী নিয়োগের পরীক্ষা নিতে চলেছে পিএসসি৷ কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ জানুয়ারি ক্লার্কশিপ পরীক্ষার জন্য রাজ্যের প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে ৷ দু’টি পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা৷ লিখিত পরীক্ষার পর নেওয়া হবে কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপের দক্ষতা প্রমাণ৷ এরপরই মিলবে চাকরির নিয়োগপত্র৷


মাধ্যমিক যোগ্যতামানে পিএসসি’র তরফে গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল৷ বিজ্ঞপ্তি জারির ১১ মাস পর পরীক্ষা নিতে চলেছে কমিশন৷ ক্লার্কশিপ পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন৷ প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলে খবর৷


আসন্ন ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে পিএসসি৷ পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে৷ উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম কিংবা রোল নম্বর লিখলে ১০ শতাংশ নম্বর কাটার কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷