উত্তরের গুণী সুজন প্রলয় ভট্টাচার্য্য 
শুভাশিস দাশ 


প্রচার বিমুখ একজন অত্যন্ত গুণী সুজন প্রলয় ভট্টাচার্য । সাহিত্যকর্মের পাশপাশি তিনি একজন ভালো সঞ্চালকও । শিক্ষকতা করার বাকী সময়টা তিনি সাহিত্য এবং নাট্য চর্চায় থাকেন । তিনি উত্তরের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নাম । 

যে কোন অনুষ্ঠান সঞ্চালনা তাঁর কাছে প্রাণবন্ত হয়ে ওঠে তাই আমরা দিনহাটার সাংস্কৃতিক মঞ্চ গুলোতে তাঁর অবাধ বিচরণ লক্ষ্য করি । তিনি একাধারে একজন ভালো নাট্যকারও । 

উত্তরের বিস্তীর্ণ অঞ্চলে তাঁর নাটক যথেষ্ট সাড়া ফেলেছে । 


তাঁর লেখায় একটা প্রতিবাদের সুর খুঁজে পাই । তিনি অত্যন্ত স্পষ্টবাদী । 

তাঁর নাট্য চর্চা এবং লেখনী চলুক বহুদিন এই শুভ কামনা রইলো আমাদেরও ।