৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের পর থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল লাদাখের কার্গিল জেলায়। বর্তমানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় প্রায় ১৪৫ দিন পর ইন্টারনেট পরিষেবা চালু হয় শুক্রবার। যদিও এই পরিষেবার অপব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কম্মু-কাশ্মীরে প্রায় পাঁচ মাস বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। পরবর্তীতে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলায় দেশের কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। যার ফলে বিপুল ক্ষতির সম্মূখীন টেলিকম সংস্থাগুলি।

টেলিকম সংস্থাগুলির সংগঠন COAI এর ডিজি রাজন ম্যাথুজ বলেন, "ইন্টারনেট পরিষেবা বন্ধের জেরে বিপুল আর্থিক সঙ্কটে টেলিকম শিল্প। আমাদের হিসেব অনুযায়ী এই ক্ষতির অঙ্কটা প্রায় ঘন্টায় ২.৪৫ কোটি টাকা। ভারতে গ্রাহক পিছু প্রায় ৯.৮ জিবি ডেটা ব্যবহার করা হয় যা সারা বিশ্বে সবচেয়ে বেশি। ফলে এই অবস্থায় সমূহ ক্ষতির মুখে সংস্থা।"