আরিফ হোসেন, বড়ো আটিয়াবাড়ী, ২৬শে ডিসেম্বর: সীমান্তবর্তী এলাকা দিনহাটার আটিয়াবাড়ী এলাকায় পেট্রোল পাম্পের পিছোনে এদিন BRIGHT AND BRILLIANT STUDY CENTRE এর শুভ সূচনা হলো। এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা করলেন বড়ো আটিবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী সুভাষ চন্দ্র বর্মন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "সার্কেল" অর্গানাইজেশনের সি ই ও আরিফ হোসেন, "সার্কেল" অর্গানাইজেশনর সভাপতি আব্দুর রফিক মহাশয়, সদস্য দীপক বর্মন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দাদের একাংশ, ছাত্র ছাত্রী এবং শিক্ষক দেবাশীষ বর্মন, আবুজার গাফ্ফারি, আব্দুল কাদের জেলানি সহ আরো অনেকে। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাসানুর রহমান জানান, এলাকার দুঃস্থ, মেধাবী ছাত্র ছাত্রীদের সঠিক দিশায় শিক্ষাদান করতেই এই স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা হল।
পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের সুযোগ্য ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পড়ানো হবে। এদিন এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে কথা রাখেন প্রধান সাহেব। এছাড়াও, ছাত্র ছাত্রীদের সঠিক পথ অনুসরন ও পঠন চিন্তা বৃদ্ধি সম্পর্কে কথা রাখেন আরিফ হোসেন সাহেব। আগামী ২রা জানুয়ারি থেকে পঠন পাঠন শুরু হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊