আরিফ হোসেন, উত্তর দিনাজপুর, ১৮ই ডিসেম্বর: NRC, NPR , CAA এর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন চলছেই। অন্যদিকে নস্যসেখ উন্নয়ন পরিষদ NRC, NPR, CAA এর বিরুদ্ধে ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলার মানুষ যে ভূমিপুত্র সেই দাবি নিয়ে উত্তরবঙ্গের জেলায় জেলায় গণ ডেপুটেশন দিয়েই চলছে।
এদিন উত্তর দিনাজপুর জেলায় নস্যসেখ উন্নয়ন পরিষদের নেতৃত্বে ও আহ্বানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় হাজার হাজার মানুষের সমাগম হয়। উপস্থিত ছিলেন নস্যসেখ উন্নয়ন পরিষদের সভাপতি বজলে রহমান মহাশয়, সম্পাদক আমিনাল হক মহাশয়, কার্যকরী সভাপতি মহম্মদ সারোয়ার্দি, কোষাধ্যক্ষ সামিম আখতার কোচবিহার জেলা নস্যসেখের সেক্রেটারী আহসান উল আলম সরকার(মিঠু) নস্যসেখ উন্নয়ন পরিষদের বিশিষ্ট সদস্যগনের অনেকেই।
এদিনের এই জনসভা ঘিরে মানুষের মনে বেশ উন্মাদনা দেখা যায়। এদিন এন আর সি, এন পি আর ও ক্যাবের বিরোধীতা করে সরকারের কাছে ভূমিপুত্র হিসেবে গণ্য করার দাবি রাখে। বিগত দিনে কোচবিহারসহ উত্তরের প্রায় সব জেলাশাসক করণেই পাঁচদফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে নস্যসেখ উন্নয়ন পরিষদ। কেন্দ্রীয় সরকারের NRC, ধর্মীয়মেরুকরনেCAA আইনের চরম বিরোধীতা করে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান করেন।
এদিনের দাবিগুলি ছিল-
১। CAA বাতিল করতে হবে।
২। নস্যসেখদের ভূমিপুত্র ঘোষনা করা।
৩। নস্যসেখদের জন্য আলাদা উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।
৪। ১৯৭১ সালের পূর্বের জমির কাগজ ও ভোটার লিস্ট গ্রাম পঞ্চায়েত দপ্তর ও বিএল আর ও তে নিয়ে আসা।
৫। কামতাপুরী ভাষায় পঠন পাঠন আরম্ভ করা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊