দিনহাটা, ১৮ই ডিসেম্বর: দেশজুড়ে NRC, NPR, CAA বিরুদ্ধে চলছে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল। রাজনৈতিক সংগঠন থেকে অরাজনৈতিক সংগঠন পথে নেমেছে CAA আইন রুখতে এবং NRC, NPR এর বিরুদ্ধে। রাজ্যের বিভিন্নস্থানে হয়েছে ক্ষয়ক্ষতি, দাঙ্গা-হাঙ্গামা। এমনকি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সরব হয়েছেন এবং সারা রাজ্যজুড়ে আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে গত সোমবার দিনহাটায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী মিছিল সারা শহর পরিক্রমা করে।
এদিন দিনহাটায় ডাক্তার, শিক্ষক ও উকিল NRC, NPR, CAA এর বিরোধীতা করে মিছিল করেন। মিছিলে NO NRC, NO NPR, NO CAA হুঙ্কার ওঠে। এদিনের এই মিছিলে দিনহাটার প্রায় সকল শিক্ষক, উকিল ও ডাক্তার অংশগ্রহনের সাথে সাথে দেখা যায় শিক্ষিত যুবকদের একাংশ। এদিনের এই মিছিল সারা শহর পরিক্রমা করে। এদিন উপস্থিত ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আসাদুরজ্জামান, ডাক্তার উজ্জ্বল আচার্য, তৃণমূল নেতা উদয়ন গুহ সহ আরো অনেকে। মিছিলে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। প্রতিবাদে সামিল হওয়া এক শিক্ষক জানান, "কেন্দ্র সরকারের এই নাগরিকত্ব বিলের আড়ালে ধর্মীয় বিভাজন আমরা মানছি না। তাই এই আন্দোলন। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊