Latest News

6/recent/ticker-posts

Ad Code

না বলা কথা-মৌমিতা দাস


না বলা কথা
মৌমিতা দাস

সেবার আষাড়ের পারথম বেষ্টি হলো যেদিন,তুমি তো ছাতা আনো নি।বাস্টপে সেদিন ইচ্ছে করে ছাতা ফেলে আসার গল্পটা বলা হয় নি কোনোদিন ৷৷

রুদ্র
কিছু সোজা সাপ্টা এলোমেলো শব্দের জোড়াতালি দিয়ে লেখা একটি কবিতা যা কিনা তোমার জন্মদিনের বার্তা বহন করে, সেটিও তুমাকে পড়ে শোনানো হয়নি নির্জনে কখনো ৷৷

নববর্ষের সেই কার্ড, যেখানে আমি পাহাড় আর সূর্য এঁকেছিলাম সেই রবির আলো আমি আজও পৌছে দিতে পারিনি তোমার কাছে ।।

তবে আজ বলে যাই তোমার ঠোঁটের বাদিকের তিলটার প্রেমে পড়েছি বহুবার, কখনো চা খেতে খেতে কখনো ছবিতে কখনো বা আড্ডায় ।।
তোমার বাজানো মাউথ অরগানের সেই প্রথম সুরটার কথা ভুলিনি এখনো
রুদ্র, তোমাকে ভালোবাসার কথাটা বলা হয়নি কখনো ।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code