picsource: tonianisingh instagram |
অপেক্ষার অবসান। ঘোষণা হল মিস ওয়ার্ল্ড ২০১৯ প্রতিযোগিতার বিজয়িনীর নাম। ঘড়ির কাঁটা সাড়ে দশটা ছুঁতেই ঘোষণা করা হয় এবারের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টোনি-আন সিং । দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। গতবার সেরার মুকুট ঘরে আনলেও এবার শুধুই এক থেকে তিনের মধ্যে থাকা। ভারতের হয়ে সেই সম্মানের স্থান ধরে রাখলেন সুমন রাও।
জ্যামাইকা, ফ্রান্স এবং ভারত ছাড়াও সেরা পাঁচের তালিকায় উঠে এসেছে আরও দুটি দেশের নাম। ব্রাজিল এবং নাইজেরিয়া। টোনি একজন জ্যামাইকান মডেল। এবার লন্ডনে অনুষ্ঠিত হল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবছর চূড়ান্ত পর্বে উঠে আসে বিশ্বজুড়ে সেরা ৪০ সুন্দরীর নাম। অবশ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা বিশ্ব থেকে মোট ১১১ জন প্রতিযোগিনী। যাদের মধ্যে টোনির মাথায় উঠল বিশ্বসুন্দরীর মুকুট। সেরা প্রতিযোগিনীর মাথায় সাফল্যের মুকুট পরিয়ে দেন ভেনেসা পন্স )।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊