সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। ফের একবার যেন রাজ্যে অশান্তি না ছড়ায় তার জন্য সমস্ত আমলা তথা সচিবদের সতর্ক থাকার নির্দেশ রয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। গোটা পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছেন মুখ্যমন্ত্রীও। এদিকে এমন পরিস্থিতিতে, চলতি সপ্তাহে রয়েছে বড়দিনের উৎসব। আর সেই উপলক্ষ্য়ে পদক্ষেপ নিলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখে আপাতত বাতিল করা হয়েছে রাজ্যের মন্ত্রীদের ছুটি। উৎসবের মরশুম থাকলেও রাজ্যের মন্ত্রীরা আপাতত ছুটির মেজাজে থাকতে পারবেন না। এমনই কড়া নির্দেশ এসেছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে।

নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিজের নিজের এলাকায় থাকতে হবে মন্ত্রীদের। নজর রাখতে হবে সমস্ত দিকে। কোনও মতেই উৎসবের মরশুমে যেন অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখার পাশাপাশি, রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে বলে জানিয়েছেন তিনি।