Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্রিজের নীচে আটকে গেল প্লেন- চাকার হাওয়া খুলে উচ্চতা কমানের চেষ্টা


আজ সকালে জাতীয় সড়কে সেতুর নীচে আটকে গেল আস্ত একটা বিমান। তা দেখতেই তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়। কলকাতা থেকে রাজস্থান নিয়ে যাওয়া হচ্ছিল ইন্ডিয়া পোস্টের বাতিল ওই বিমানটিকে। ট্রেলারে চাপিয়ে বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছিল ২ নম্বর জাতীয় সড়ক ধরে।

দুর্গাপুর মেইন গেটে জাতীয় সড়কের ওপর দিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার জন্য যে সেতু তৈরি হয়েছে তাতেই আটকে যায় বিমান। প্রসঙ্গত, বিমানটিকে দমদম থেকে বের করার সময়ে প্রায় একই সমস্যা হয়। যশোর রোডে বাঁক নেওয়ার সময়ে সেটা আবার আটকে যায়। গভীর রাতে তৈরি হয় বিশাল যানজট।

শেষপর্যন্ত ট্রেলারটির চাকার হাওয়া খুলে উচ্চতা কমানের চেষ্টা হয়। তাতেও কাজ না হওয়ায় চাকা খুলে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে zee news সূত্রের খবর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code