Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধের মুখে এতিহ্যবাহী পাঠাগার


পাঠ্য পুস্তক আছে আছে পঠনের ভবন কিন্তু নেই পাঠক, নেট দুনিয়ায় ব্যস্ত বর্তমান প্রজন্ম হয়তো জানলো না পাঠাগারে বসে পঠনের আনন্দ l পাঠকের অভাবেই বন্ধ হতে চলেছে দিনহাটার নিগমনগরের সরকার পোষিত ভুবন মোহন পাঠাগার l 

এই পাঠাগারের ইতিহাস ঘাটলে দেখা যাবে শুরুতে পাঠক ছিল প্রচুর কর্মীও ছিল দুই থেকে তিনজন, প্রত্যেক দিন পাঠকের উপস্থিতি ছিল চোখে পরার মত l আস্তে আস্তে ঐতিহ্য হারাতে থাকে সময়ের সঙ্গে l 

কর্মী সংখ্যা কমতে থাকে নুতুন কর্মী নিয়োগ বন্ধ হয়, দীর্ঘ দিন একজন কর্মী দিয়ে চলতে থাকে, সেই সঙ্গে যুগের পরিবর্তন আসে আধুনিক প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পরে বই এর প্রতি ভালোবাসা হারাতে থাকে l 

এই পাঠাগারের সঙ্গে রয়েছে নিগমনগর শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, দীর্ঘ দিন এই প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকার কারণেও এই পাঠাগারের অস্তিত্বে প্রভাব পড়েছে বলে অনেকে মনে করেন l 

শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চলাকালীন অনেক প্রশিক্ষণরত ছাত্র ছাত্রী এই পাঠাগারের ব্যবহারের সুযোগ পেতেন কিন্তু বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রটি চালু থাকলেও এই পাঠাগারটির ব্যবহার শিক্ষার্থীরা করতে পারছেন না l 

বর্তমান পরিস্থিতিতে পাঠাগারটির পুরোনো এতিহ্য ফিরে আসবে কী তা নিয়ে দ্বিধায় আছেন এলাকার বাসিন্দারা l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code