pic source: news18

শীতের রাতে পথ দুর্ঘটনা ঠেকাতে বীরভূমের সিউড়ির এফসিআই গোডাউনের সামনে পুলিশের তরফ থেকে বিশেষ ক‍্যাম্প করা হয়। এদিন দুর্ঘটনা রুখতে চালকদের গাড়ি দাড় করিয়ে গল্প করে চা বিস্কুট খাওয়ানো হয়, চালকের ঘুম আসছে বলে মনে হলে জল দিয়ে চোখ-মুখ ধুয়ে দেওয়ার ব‍্যবস্থা করা হয়। 
শীতের রাস্তায় গাড়ি চালাতে চালাতে চালকরা যেন ঘুমিয়ে না পড়ে সবসবময় সজাগ থাকেন সে বিষয়ে বিশেষ ব‍্যবস্থা নেওয়া হয়। এই ব‍্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন চালকেরাও। অন্ধ্রপ্রদেশের এক চালক জানান, রাস্তায় পুলিশ দেখলে প্রথমে ভয় পেলেও পরে হাতে কেটলি দেখে একটু অবাক লেগেছিল। পরে বুঝলাম আমাদের চালকদের ভালোর জন‍্যই। তবে আমাদের রাজ‍্যে এরকমটা হয় না। পশ্চিমবঙ্গে প্রথম দেখলাম, ভালো লাগলো। 

চালকদের একাংশ জানান, শীতের রাতে কুয়াশায় ঘুম আসেই সেইদিক থেকে এই উদ‍্যোগ খুব উপকার করবে আমাদের।