সারা দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ও অরাজনৈতিক ভাবে মানুষ সেচ্চার হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। আন্দোলন, ধিক্কার, বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংঘটিত হয়েছে দিকে দিকে। এরপরেও নড়েচড়ে বসেনি কেন্দ্রীয় সরকার। বিভিন্ন জায়গায় সহিংস আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। আন্দোলনকারীদের আটকাতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। তবে এবার আরও এক পন্থা অবলম্বন করলো কেন্দ্র সরকার।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনরূপ পোস্ট করে তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র সরকার। ফেসবুক বা ট্যুইটারকে পোস্ট তো ডিলিট করার নির্দেশ দিবেই সঙ্গে বন্ধ করে দেওয়া হতে পারে তাঁর অ্যাকাউন্টও। পাঁচজন আইটি সফটওয়্যার বিশেষজ্ঞকে নিয়ে একটি বিশেষ গোষ্ঠী তৈরি করা হয়েছে।
যে ভাষাতেই লিখুন না কেন তা বোঝার জন্য সদস্যরাও রয়েছে ঐ টিমে। এর মধ্যে রয়েছে ৩৩জন অসমীয়া। অসমের ৩৩টি জেলা থেকে এই ৩৩জন কে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অসমের সামাজিক যোগাযোগ মাধ্যেমের ওপর তীক্ষ্ণ নজরদারির জন্য ১লক্ষ অসমীয়া শব্দের কিবোর্ড গঠন করেছে।
আগামী ১ মাসের মধ্যে ২ লক্ষ অসমীয়া শব্দ যুক্ত হবে এর মধ্যে। কোনো ব্যক্তি এরুপ পোস্ট করলেই বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সব কিছু চেক করে তাঁর পরিচয়, অবস্থান ইত্যাদি খতিয়ে দেখে এক ডাটাবেস প্রস্তুত করা হবে। অসমীয়া ভাষা জানা বিশেষ দলটি তা বিশ্লেষণ করবে তা যদি সরকার বিরোধী হয় তবে তা বিভাগীয় আধিকারিকদের অবগত করবে।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊