pic source: india.com 

রবিবার নভি মুম্বাইয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় এয়ার-রাইফেল টুর্নামেন্টে আরআর lakshya cup 2019, ১০ মিটার সিনিয়র বিভাগের ইভেন্টে স্বর্ণপদক অর্জন করলেন ঐশ্বর প্রতাপ সিং তোমার।

২০১৯ সালের শুরুর দিকে ৫০ মিটার রাইফেলে ৩ পজিশনে অলিম্পিক কোটায় জয়ী হয় মধ্যপ্রদেশের ১৮ বছর বয়সী তোমার। 

এবার প্রথম দশ শটে রাজস্থানের যশ বর্ধন তমারকে পিছনে ফেলেছিল। তবে, ১০.৭, ১০.৮ এবং একটি ১০.৯ এর ধারাবাহিক স্কোর ২.৫ ২.৩ স্বর্ণপদকের জন্য তোমারকে এগিয়ে যেতে সহায়তা করেছে। 


জানা যায় ,এই lakshya cup 2019 শুটিং ক্লাব টুর্নামেন্টটির আয়োজন করেছিলেন অলিম্পিয়ান সুমা শিরু।