আরও পড়ুনঃ একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী
আজ মালদা ইংলিশ বাজার বিধান সভা বৈঠকে 'কামদুনি কান্ড' বিষয়ে ব্লক ও জেলা কমিটি তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। বৈঠকে উপস্থিত মালদা জেলা সভাপতি উত্তম কুমার নন্দী বিষয়টির প্রাসঙ্গিকতাকে পূর্ন সমর্থন করে জেলা ও ব্লক নেতৃত্ব কে একযোগে আন্দোলনে নামার জন্য অনুরোধ করেন।
বৈঠকে কয়েকশো গ্রামবাসি দলে যোগদান করেন জেলা সভাপতি র হাত থেকে পতাকা তুলে নিয়ে। বৈঠক শেষে জেলা সভাপতি শ্রী উত্তম কুমার নন্দী বলেন যে "রাজ্যের তৃণমূল সরকার ও তাদের মহিলা মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির রাজত্বে মহিলারা বেশি করে নির্যাতিত হচ্ছেন, আর সেগুলিকে চাপা দিতে ব্যাস্ত TMC সরকার।তার প্রমাণ কামদুনি কান্ড।"
তিনি আরও বলেন- "কেন এত বিলম্ব সেই জঘন্য গন ধর্ষণ ও খুনের ঘটনার সমাধান করতে? মমতা ব্যানার্জী কে এর জবাব দিতেই হবে।"
উত্তম বাবু এদিনের সভা থেকে প্রশ্ন তোলেন "তবে কি তিনি কাউকে আড়াল করতে চাইছেন? আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আন্দোলন শুরু করতে চলেছি। আমরা এর শেষ দেখতে চাই।"
প্রসঙ্গত তিনি রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোকেো একহাত নেন। তিনি বলেন- "আরোও লজ্জ্বা জনক বিষয় সমস্ত রাজনৈতিক দল গুলিও ভোট ব্যাংক নিয়ে ব্যাস্ত ,তারাও কামদুনি কান্ডকে অতীত করে দিয়েছে।"
বৈঠকে উপস্থিত সমস্ত কার্যকর্তা আগামীতে সংগঠনের বুথ স্তরে শক্তিবৃদ্ধির শপথ নেয়।
আরও পড়ুনঃ একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊