PIC SOURCE: INDIA TIMES
২৩শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস। আমরা সকলেই জানি কৃষকের অক্লান্ত পরিশ্রমেই আমরা দু-বেলা দু-মুঠো খেতে পারি। আমাদের দৈনন্দিন খাদ‍্য তালিকায় যেসকল খাদ‍্য স্থান পায় তা নির্ভর করে কৃষকের চাষ আবাদের ওপর। মাথার ঘাম পায়ে ফেলে তারা কর্ম ব‍্যস্ত থাকে। জাতীয় কৃষক দিবস যা হিন্দিতে কিষান দিবস। 

ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরন সিং এর জন্মদিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করা হয়। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি কৃষকদের নেতা ছিলেন। ভারতীয় কৃষকদের জীবনমান উন্নয়নে তিনি অনেক নীতি চালু করেছিলেন। এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠান, ক‍্যুইজ, আলোচনা ইত‍্যাদির মধ‍্য দিয়ে পালন করা হয়।